কাঁকসায় ছেলেকে পিটিয়ে মারলেন বাবা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৯জুলাইঃ
মানসিক ভারসাম্যহীন বাবার হাতে মৃত্যু হল ছেলের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার অন্তর্গত ২নং কলোনী এলাকায়। পুলিশ খুনি বাবাকে গ্রেফতার করেছে।
ওই এলাকার বাসিন্দা গৌরাঙ্গ মিস্ত্রি একজন মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি। তাঁর দুই ছেলে। গৌতম মিস্ত্রি ও অসীম মিস্ত্রি। ছোট ছেলে অসীম মিস্ত্রি বাবার সাথে থাকলেও বড় ছেলে গৌতম মিস্ত্রি কর্মসুত্রে বীরভূমের বোলপুরে থাকেন। দিন কয়েক হল গৌতমবাবু বাড়ি এসেছিলেন।
গৌরাঙ্গবাবুর ছোট ছেলে তপনবাবু জানান যে গতকাল রাত ৯টা ৪৫ নাগাদ তিনি বাড়ির বাইরে গেছিলেন। বাড়ি থেকে বের হওয়ার আগে অসীমবাবু শোনেন বাড়ি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে বাবার সাথে বড় ছেলের কথা কাটাকাটি হচ্ছিল। এরপর অসীম বাবু বাড়ি থেকে বেরিয়ে যান কাজে। কিছু সময় পরে বাড়ি ফিরে দেখেন দাদা গৌতম রক্তাক্ত অবস্থায় বাড়ির উঠোনে পরে রয়েছেন। সাথে সাথে থানায় খবর দেওয়া হলে কাঁকসা থানার পুলিশ গিয়ে গৌতমবাবুকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত বলে জানান। অসীমবাবু আরো জানান যে, গৌরাঙ্গবাবু তাঁর বড় ছেলে গৌতমকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। সেই আঘাতেই সম্ভবতঃ মৃত্যু হয়েছে তাঁর। এর আগে অসীমবাবুকেও লোহার রড দিয়ে মারদর করেছিলেন গৌরাঙ্গবাবু বলে জানান অসীমবাবু।
এদিকে পুলিশ গৌরাঙ্গ মিস্ত্রিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এও ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মল্লিকা দে, সুব্রত চক্তবর্তীরা জানান গৌরাঙ্গবাবু মানসিক ভারসাম্যহীন। পুলিশ তাঁকে ছেড়ে দিলে তিনি ফের যদি কারুর উপর চড়াও হন তাহলে আবার কোনো বড় বিপদ ঘটতে পারে। তাই প্রশাসনের কাছে স্থানীয়দের দাবি গৌরাঙ্গবাবুকে যেন কোনো মানসিক হাসপাতালে ভর্তি করা হয়।