সমবায় ব্যাংকে কেন্দ্রের হস্তক্ষেপের সিদ্ধান্তের প্রতিবাদে উখরায় ধর্ণায় তৃণমূল কংগ্রেস
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১০জুলাইঃ
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে সাত দিন লাগাতার ধর্ণা বিক্ষোভ কর্মসূচি পালন করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । শুক্রবার রাজ্যের বিভিন্ন সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের শাখার সামনে ধর্ণা কর্মসূচি পালন করা হয়। এরই অঙ্গ হিসাবে উখরার মাধাইগঞ্জ রোডে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সামনে বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি পালন করে উখরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি শশী চৌবে, কাঞ্চন মিত্র, মিনতি হাজরা, সোমনাথ চট্টোপাধ্যায় শরন সাইগল, রাজু মুখার্জী সহ অন্যান্যরা।
শশী চৌবে ও সোমনাথ চট্টোপাধ্যায়রা জানান কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক দুর্বল করার চক্রান্ত করছে। গ্রামগঞ্জের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষজনের একটা বড় অংশ এই ব্যাংকের উপর নির্ভরশীল। কেন্দ্রীয় হস্তক্ষেপের ফলে আগামী দিনে নির্ভরশীল কৃষক, খেটে খাওয়া মানু্ ছোট ব্যবসায়ীরা ব্যাংক থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা করেন তারা।