দুর্গাপুরে বিজেপির প্রতিবাদ, পুলিশের সাথে ধ্বস্তাধস্তি, উত্তেজনা
আমার কথা, দুর্গাপুর, ১৬ আগস্ট:
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংশ খুনের ঘটনার প্রতিবাদে এবার দুর্গাপুরের পথে নামলো বিজেপি। শুক্রবার দুর্গাপুরের মুচিপাড়া সংলগ্ন ১৯ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে বিজেপি কর্মীদের ঝামেলা হয়।
বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এদিন পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী ধীক্কার মিছিল বের হয়। সার্ভিস রোডেই মিছিলটি আটকে দেয় পুলিশ। এরপরেই সার্ভিস রোডের ওপরেই বসে পড়ে কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। তাদের তুলতে গেলে পুলিশের সাথে ধ্বস্তাধস্তি শুরু হয়। টায়ার জ্বালিয়ে ছুঁড়ে দেওয়া হয় জাতীয় সড়কে।
গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মুচিপাড়ায় বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দোপাধ্যায় সহ বিজেপির কয়েকজন কর্মীকে আটক করে পুলিশ।
অপরদিকে, এই একই ঘটনার প্রতিবাদে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই এর নেতৃত্বে দুর্গাপুরের সিটি সেন্টারের ডিএমসি মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। প্রায় আধ ঘন্টা ধরে এই অবরোধ চলতে থাকে। অবরোধকারীদের সরে যেতে বলে পুলিশ। সেই কথায় তারা কর্ণপাত না করায় অবরোধ সরাতে পুলিশ বিজেপি কর্মীদের টেনে তুলতে গেলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত হয় দুর্গাপুর থানার বিশাল পুলিশবাহিনী, কমব্যাট ফোর্স।