ডিভিসির পুনর্বাসন নিয়ে দুর্গাপুরে দ্বন্দ্বে জড়ালো তৃণমূলের দুই গোষ্ঠী
আমার কথা, দুর্গাপুর, ২০ আগস্টঃ
দুই গোষ্ঠীর মিছিল পাল্টা মিছিলে উত্তপ্ত হলো দুর্গাপুরের মায়া বাজারের কাছে দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সংলগ্ন এলাকা।ডিভিসির চেয়ারম্যান এস সুরেশ মঙ্গলবার কারখানা পরিদর্শনে আসেন, টাউনশিপ ঘুরেও দেখেন। কিন্তু কারখানা পরিদর্শন করে যখন তিনি কারখানার বাইরে বেরোতে যাবেন তার আগে তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তপসিলি জাতি ও উপজাতি সেলের সভাপতি সিকেন্দার মল্লিক, তৃণমূল প্রভাবিত মতুয়া সংঘের জেলা সম্পাদক অরিন্দম নায়ক ও স্থানীয় তৃণমূল কংগ্রেশের ওয়ার্ড সভাপতির নেতৃত্বে একটি মিছিল চলে আসে কারখানার গেটের সামনে,চলে স্লোগান, এদের দাবি ছিলো কারখানা সম্প্রসারণ হোক অসুবিধে নেই কিন্তু পুনর্বাসন ছাড়া কোনো কাজ করতে দেওয়া হবে না। তৃণমূল নেতাদের অপর এক গোষ্ঠীর লোকজন এই মিছিল আটকানোর চেষ্টা করে লোকজন নিয়ে, এদের দাবি ছিলো আগে কারখানা হোক তারপর পুনর্বাসন হবে, কিন্তু কোনোমতে তারা এই বিনিয়োগ সরিয়ে নিতে দেওয়া যাবে না, যারা এই চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুশিয়ারী দেন তাঁরা।