রাত ১২টার মধ্যে মুখ্যমন্ত্রীর ইস্তফা নয়ত নবান্ন অভিযান, হুমকি অগ্নিমিত্রার
আমার কথা, আসানসোল, ২৬ আগস্টঃ
সোমবার রাত্রি ১২টার মধ্যে মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিক, নয়তো মঙ্গলবার নবান্ন অভিযান হবে হুমকি দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। আরজি কর মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এদিন আসানসোল কর্পোরেশন অফিসের সামনে রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি। অগ্নিমিত্রা পাল ছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতা কর্মীরা। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আধিকারিকদের সাথে মিলে আরজি কর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আন্দোলন করার জন্য বিজেপি নেতা কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে পুলিশ। তিনি বলেন সোমবার রাত্রি ১২টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিক। নয়তো মঙ্গলবার নবান্ন অভিযান হবে । পাশাপাশি তিনি বলেন নবান্ন অভিযানের ডাক বিজেপি দেয়নি। ডাক দিয়েছে ছাত্র সমাজ। আমরা ছাত্রদের কর্মসূচিকে সমর্থন জানিয়েছি।
অন্যদিকে আরজি কর কান্ড নিয়ে বসে নেই শাসক দল তৃণমূল কংগ্রেস ও। দোষীর ফাঁসির দাবিতে ধারাবাহিক আন্দোলনে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেসও। রবিবার রাতে জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা ও অন্ডাল এলাকাতে শাসকদলের পক্ষ থেকে মৌন মিছিল করা হয়। গোগলাতে মিছিল করে তৃণমূল কংগ্রেস অন্যদিকে অন্ডালে মিছিলের আয়োজন করে তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন অন্ডাল ডিএসটিপিএস কন্ট্রাক্টর লেবার ইউনিয়ন।