সিপিএম জেলা সম্পাদকের অশালীন মন্তব্য, হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতির
আমার কথা, দুর্গাপুর, ২৮ আগস্ট:
সিপিএম অফিসে হামলার প্রতিবাদ সভাতে শাসক দলের উদ্দেশে “শুয়োরের বাচ্চা” মন্তব্য করে বিতর্কে জড়ালেন সিপিএমের জেলা সম্পাদক। তাকে পাল্টা দিলেন তৃণমূলের জেলা সভাপতি।
বুধবার বনধের দিন বিকেলে দুর্গাপুরের ডিএমসি মোড়ে ডিওয়াইএফআই ও তৃণমূলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছড়িয়ে ছিল উত্তেজনা। ইট বৃষ্টি, বোমাবাজির ঘটনাও ঘটে। এরপরই ভাঙচুর হয় ডিএমসি মোর এর কাছে সিপিআইএমের দলীয় দপ্তরে। হামলা, ভাঙচুর অভিযোগ উঠে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয় শাসক দলের তরফ থেকে। বৃহস্পতিবার দুর্গাপুরে দলীয় দপ্তরে হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করে সিপিআইএম। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ও সিপিআইএম দলের জেলা সম্পাদক তথা প্রাপ্তন বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। বক্তৃতাতে ঘটনার নিন্দার পাশাপাশি শাসক দলের উদ্দেশ্যে গৌরাঙ্গবাবু শুয়োরের বাচ্চা শব্দ উচ্চারণ করেন। তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন শুয়োর মারার টেঠা (বল্লভ) তৈরি রাখুন। টেঠা দিয়ে শুয়োর যেমন মারা হয় সেই রকম মারুন। হয় মারুন, নয়তো মরুণ। গৌরাঙ্গ বাবুর এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তীব্র প্রতিবাদ জানানো হয়েছে শাসক দলের তরফ থেকে। তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন উস্কানি মূলক কথা বললে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবো। দুর্গাপুরে অশান্তি ছড়ানোর চেষ্টা হলে গোটা পশ্চিম বর্ধমান জেলা রুখে দাঁড়াবে। পাশাপাশি নরেন্দ্রনাথ বাবু বলেন টেঠা দিয়ে শুয়োর মারার কথা বলার অর্থ হল অস্ত্র নিয়ে খুন করা। গৌরাঙ্গ বাবু সরাসরি খুন করার কথা বলেছেন। তাই তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে এফআইআর করা হবে বলে জানান তিনি।