আদিবাসী সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন করলেন বিধায়ক
আমার কথা, পান্ডেবেশ্বর, ১৪ডিসেম্বরঃ
শনিবার পাণ্ডবেশ্বর ব্লকের ছোড়া গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর মাঝি পাড়াতে আদিবাসী সাংস্কৃতিক মঞ্চ ভবনের উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । ফিতে কেটে এদিন নতুন ভবনটির উদ্বোধন করেন তিনি । বিধায়ক তহবিলের ১০ লক্ষ টাকা ব্যয়ে অত্যাধুনিক এই সাংস্কৃতিক ভবনটি তৈরি হয়েছে । উল্লেখ্য ছোড়া গ্রাম পঞ্চায়েতের এলাকার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু আদিবাসী জনজাতির মানুষজন । শংকরপুর মাঝিপাড়া সংলগ্ন মাঠ হচ্ছে এইসব জনজাতি মানুষের মিলনের অন্যতম প্রাণকেন্দ্র । তাই সাংস্কৃতিক ভবনটি মাঝি পাড়াতেই নির্মাণ করা হয়েছে । নতুন ভবনটি সাংস্কৃতিক চর্চার কাজে আদিবাসী জনজাতির মানুষজন ব্যবহার করবে বলে জানান বিধায়ক । আদিবাসী সম্প্রদায় মানুষজনের নিজস্ব সংস্কৃতির চর্চা ও প্রসারে এই ভবনটি কাজে লাগবে বলে আশা প্রকাশ করেন বিধায়ক ।