করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এবার ১৭ লক্ষ টাকার অনুদান দুর্গাপুর বনিকসভার
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩এপ্রিলঃ
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে রাজ্য তথা দেশ জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনে জরুরী পরিষেবা ছাড়া বন্ধ বাকি সব কিছুই। এই অবস্থায় রাজ্য সরকার সাধারন মানুষের অসুবিধার কথা ভেবে নানাভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে। এবার রাজ্য সরকারের এই পদক্ষেপের পাশে দাঁড়ানোর চিন্তাভাবনা নিয়ে দুর্গাপুর বনিক সভার পক্ষ থেকে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে অনুদান দেওয়া হল। দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তির হাতে ১৭ লক্ষ টাকার একটি চেক তুলে দেওয়া হয় আজ। দুর্গাপুর বনিকসভার সভাপতি কবি দত্ত এই চেকটি মহানাগরিকের হাতে তুলে দেন। সাথে ছিলেন সাধারন সম্পাদক চন্দন দত্ত, সোনা চট্টোপাধ্যায়, ভোলা সাউ, দুর্গাপুর ২নং বোরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার।
কবিবাবু বলেন, “দেশ আজ এক বড় পরীক্ষার মুখে পড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সবটা সামাল দিচ্ছেন তা দেখে আমরা অভিভূত। তাই আমাদের মনে হয়েছে ওনার পাশে দাঁড়ানো উচিত।”
পাশাপাশি মহানাগরিক দিলীপ অগস্তি বলেন যে, “সংক্রমণ আটকানো এই মুহূর্তে আমাদের কাছে এক বড় চ্যালেঞ্জের ব্যাপার। মুখ্যমন্ত্রী যেভাবে পথে নেমে সাধারন মানুষকে সচেতন করার চেষ্টা চালাচ্ছেন তা সত্যি বিরল। বনিকসভা এই অসময়ে সরকারের পাশে দাঁড়ালেন তাতে ওনাদের ধন্যবাদ।