“কোনো রকম কালোবাজারী বরদাস্ত করা হবে না”- অভিযান চালিয়ে রেশন ডিলারদের হুঁশিয়ারী পান্ডবেশ্বরের বিধায়কের
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৪এপ্রিলঃ
আচমকা লকডাউন শুরু হয় দেশ জুড়ে। বাদ পড়েনি এই রাজ্যও। এই লকডাউনের কারনে সব থেকে বেশী অসুবিধায় পড়েছেন দুঃস্থ মানুষজন। একদিকে গৃহবন্দী থাকার জন্য রুজি রোজগার বন্ধ, অপরদিকে রোজগার না থাকার কারনে খাদ্য সংকটের মধ্যে পড়তে হচ্ছে তাদের। তাই সেই সমস্ত অসহায় মানুষগুলো কথা ভেবে রাজ্য সরকারের পক্ষ থেকে ১এপ্রিল রেশন দোকানগুলিতে বিনামূল্যে খাদ্য সামগ্রী বন্টনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বেশ কিছু জায়গায় রেশনের এই বিলি ব্যবস্থা নিয়ে উঠছে অভিযোগ। অভিযোগ খতিয়ে দেখতে আজ শনিবার পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারী পান্ডবেশ্বরের বিভিন্ন এলাকায় রেশন দোকান পরিদর্শন করেন। সবকিছু খতিয়ে দেখা ও পর্যালোচনা করে রেশন ডিলারদের নির্দেশ দেন যে, গরীব মানুষদের রেশনের সামগ্রী পেতে যেন কোন অসুবিধা ও সমস্যা না হয় তা দেখতে হবে। সব রেশন ডিলারদের দোকানে থাকা জিনিস ও দাম তালিকা আকারে বাইরে টাঙ্গিয়ে রাখার নির্দেশ দেন। সাথে তিনি ডিলারদের এও হুঁশিয়ারী দেন যে কোনো রকম কালোবাজারী বরদাস্ত করা হবে না। পাশাপাশি তিনি এও পরিষ্কার করে বলে দেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গরীব মানুষদের যে অধিকার দিয়েছেন, তা থেকে তারা যেন কোনভাবেই বঞ্চিত না হন। এই ক্ষেত্রে কোন গাফিলতি সহ্য করা হবে না।