অন্ডালে সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী উপহার শাসকদলের
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৪এপ্রিলঃ
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে যখন সাধারন মানুষকে লকডাউনের আওতায় এনে সরকার তাদের ঘরে থাকার আবেদন করছে তখন রীতিমতো পথে নেমে লকডাউনের নিষেধাজ্ঞাকে কার্যকর করতে বদ্ধপরিকর প্রশাসন। পুলিশ, চিকিৎসক, সাফাই কর্মী থেকে শুরু করে সাংবাদিকরা কিন্তু পথে নেমে তাদের দায়িত্ব পালন করছে যেখানে করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার পূর্ন মাত্রায় একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। কিন্তু করোনার সেই রক্তচক্ষুকে উপেক্ষা করেও তাঁরা তাদের কাজের প্রতি বদ্ধপরিকর। তাই তাদের সুরক্ষার কথা চিন্তা করে আজ শনিবার পশ্চিম বর্ধমানের অন্ডালের দিগনালা তৃণমূল ব্লক কার্যালয়ে দলের পক্ষ থেকে খনি অঞ্চলের সাংবাদিকদের হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও গ্লাভস উপহার দেওয়া হয়।
এদিনের এই কর্মসূচীতে অংশ নিয়েছিলেন জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা বিষ্ণুদেও নুনিয়া অন্ডাল পঞ্চায়েতের প্রধান সুদিন পাণ্ডে গোবিন্দ ভট্টাচার্য সহ অন্যরা। তাঁরা বলেন করোনা সংক্রমণ থেকে রাজ্যবাসীকে বাঁচাতে রাজ্য সরকার ও দলের পক্ষ থেকে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ভয়ানক পরিস্থিতিতে সাংবাদিকরা যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাতে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। এরা যাতে কোনোভাবে সংক্রমণের শিকার না হন সে জন্য প্রশাসনের পাশাপাশি উদ্যোগ নিয়েছে দল।