পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

আমার কথা, দুর্গাপুর, ৫ মার্চঃ
পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে এসে আত্মঘাতী হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত দেশবন্ধু কলোনি এলাকায়।
৩ মার্চ থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এ বছর সেই পরীক্ষা দিচ্ছিল দেশবন্ধু কলোনীর বাসিন্দা সরিতা রজক। আজ ছিল ইংরেজী পরীক্ষা। সকালে পরীক্ষা দিতেও গেছিল সরিতা। পরীক্ষা শেষে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে নিজের ঘরে পড়াশুনা করতে বসে বলে জানায় পরিবার। কিন্তু বেশ কিছু সময়ে পেরিয়ে যাওয়ার পরেও সরিতার সাড়াশব্দ না পেয়ে তাঁকে ডাকাডাকি করে সরিতার মা। কিন্তু তাতেও সরিতার আওয়াজ না মেলায় দরজা খুলে দেখেন ওড়নায় ফাঁস লাগিয়ে ফ্যানের সাথে সরিতার দেহ ঝুলছে। খবর দেওয়া হয় পুলিশে। কোকওভেন থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। সরিতার পরিবার সুত্রে জানা গিয়েছে ইংরেজী পরীক্ষা খারাপ হওয়ায় মানসিকভাবে টানাপোড়েনে ছিল সরিতা।