বেনাচিতিতে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি, আটক ৪
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৯সেপ্টেম্বরঃ
দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল দুর্গাপুরের এক কাপড়ের ব্যবসায়ীর বাড়িতে। চুরি যায় প্রচুর সোনার গয়না, নগদ অর্থ সহ জরুরী কাগজপত্র। ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পাশাপাশি তদন্তও চলছে জোর কদমে।
জানা গেছে, বেনাচিতির উত্তরপল্লীর বাসিন্দা পেশায় কাপড়ের ব্যবসায়ী পিঙ্কু প্রসাদ গুপ্তা নামে এক ব্যবসায়ী তার দুই ভাইয়ের সাথে বসবাস করেন। তিনতলা বাড়ির নিচের তলায় পরিবার নিয়ে থাকেন পিঙ্কুপ্রসাদবাবু। ওই ব্যবসায়ীর বাড়িতে দিন দশেক ধরে রাজমিস্ত্রি কাজ করছে। গতকাল সন্ধ্যে নাগাদ পিঙ্কুপ্রসাদবাবুর স্ত্রী অনিতাদেবী মিস্ত্রিদের কাজের টাকা দেওয়ার পর ঘরে তালা লাগিয়ে সন্ধ্যে ৬টা নাগাদ বেনাচিতিতে নিজেদের দোকানে যান। এরপর রাত ৯টা নাগাদ তিনি বাড়ি ফিরে দেখেন ঘরের তালা ভাঙ্গা। ঘরের ভেতর আলমারীর তালা ভাঙ্গা আর ৫০ ভরি সোনার গয়না ও তিন লক্ষ ষাট হাজার টাকা নগদ গায়েব। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। প্রান্তিকা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজন মিস্ত্রিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পুজোর আগে এতবড় চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।