পর পর দুদিন গ্রামবাসীদের বিক্ষোভের জেরে লাউদোহায় বালিঘাটে অভিযান চালালো পুলিশ

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৫এপ্রিলঃ
বালি মাফিয়াদের বিরুদ্ধে পর পর দুদিন গ্রামবাসীদের বিক্ষোভ আর সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশিত হওয়ার পরেই নড়েচড়ে বসল প্রশাসন। ফরিদপুর(লাউদোহা) থানার অন্তর্গত নতুনডাঙ্গা ও রসিকডাঙ্গা বালিঘাটে আজ অর্থাৎ শনিবার চালানো হল পুলিশী অভিযান। ওই থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুকদেব মন্ডল ও সি আই দেবজ্যোতি সাহা সহ এক পুলিশবাহিনী ওই এলাকার বালিঘাটগুলিতে অভিযান চালান। যদিও এই অভিযান চলাকালীন কোনো বালি আক্রবারীদের দেখা মেলেনি। তবে সুত্রের খবর গতকাল অর্থাৎ শুক্রবার লাউদোহা এলাকায় একটি অবৈঢ বালি গাড়ি আটক করে পুলিশ।
প্রসঙ্গতঃ বৃহস্পতিবার নতুনডাঙ্গা এলাকার বাসিন্দারা বালির গাড়ি আটকে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ ছিল যে ওই এলাকায় জেলা পরিষদ থকে প্রায় দেড় কিলোমিটার একটি রাস্তা প্রায় বারো লক্ষ টাকা ব্যয়ে তৈরী করে দেওয়া হয়েছিল বছর খানেক আগে। কিন্তু বালি মাফিয়াদের দাপটে ওই রাস্তাটি ইতিমধ্যেই ভগ্ন দশায় পরিনত হয়েছে। এছাড়াও পরের দিন অর্থাৎ শুক্রবার সরিকদাঙ্গা গ্রামের বাসিন্দারাও বিক্ষোভ দেখান। তাদেরও অভিযোগ এই বালি কারবারীদের বিরুদ্ধে। অবৈজ্ঞানিকভাবে অজয় নদ থেকে বালি তুলে নেওয়ায় নদের গতিপথ পরিবর্তিত হয়ে চাষযোগ্য জমি নষ্ট হচ্ছে। আর এই দুটি ঘটনার ক্ষেত্রে গ্রামবাসীদের অভিযোগ যে প্রশাসনকে বহুবার জানিয়েও কোনো ফল মেলেনি। প্রশাসন সব জেনেও কোনো অজ্ঞাত কারনে চুপ হয়ে রয়েছে। আর এই দু দিনের প্রতিবাদের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই আজ এদিন দুপুরে অভিযান চালানো হয় পুলিশের পক্ষ থেকে। সাথে এও জানাও হয় যে আগামী দিনেও এই অভিযান চলতে থাকবে।