ফের দুর্গাপুর পুলিশের জালে ৮ মোবাইল ছিনতাইকারী, উদ্ধার গাড়ি সহ আগ্নেয়াস্ত্র

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২০জুনঃ
ফের দুর্গাপুর পুলিশের জালে আট মোবাইল ছিনতাইকারী। ধৃতদের মধ্যে ৩ জন আসানসোলের ও বাকি ৫ জন দুর্গাপুরের বাসিন্দা বলে পুলিশ সুত্রে জানা গেছে। ধৃতদের আজ আদালতে তোলা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল অর্থাৎ শুক্রবার দুর্গাপুর থানার ডিটিপিএস ফাঁড়ির অন্তর্গত ওয়ারিয়া রোডের উপর কালী মন্দির এলাকায় অভিযুক্ত আটজন একত্রিত হয়েছিল মোবাইল ছিনতাইয়ের জন্য। গোপন সুত্রে খবর পেয়ে ডিটিপিএস ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ওই দলটিকে ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে ৪টি ছিনতাই যাওয়া মোবাইল, আগ্নেয়াস্ত্র ও একটি চার চাকা গাড়ি উদ্ধার করে পুলিশ।
জেরায় পুলিশের কাছে অভিযুক্তরা স্বীকার করে যে দলটি বেশ কিছুদিন ধরেই মূলতঃ দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার কর্মীরা যখন কাজে যাতায়াত করেন সেই সময় তাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে মোবাইল ফোন ছিনতাই করত। তা নিয়ে পুলিশের কাছে নানা সময় অভিযোগও দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ এই দুষ্কৃতিদের সন্ধানে তল্লাশী চালাচ্ছিল। ধৃতদের মধ্যে ৩জন আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুরের ও বাকিরা ডিটিপিএস ফাঁড়ির অন্তর্গত কালী মন্দির এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া চার চাকা গাড়িতে করে তারা এই ছিনতাইয়ের কাজ চালাতো।
ধৃতদের কাছ থেকে পুলিশ আরো জানতে পেরেছে যে, আসানসোলের নিয়ামতপুর, চিনাকুড়ি, দিশেরগর, বরাকর এলাকাগুলিতেও তারা এভাবেই মোবাইল ছিনতাই করে। আপাততঃ ধৃতদের কাছ থেকে ৪০টি ছনতাই যাওয়া মোবাইল ফোনের সন্ধান পেয়েছে পুলিশ। ধৃতদের থেকে জেরা করে পুলিশ সেসব জায়গাতেও অভিযান চালাতে শুরু করেছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
ধৃতদের আজ সাতদিনের পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।