করোনা আবহে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর মানবিক মুখ, দুঃস্থদের মুখে বিগত সাতশো দিন ধরে অন্ন তুলে দিচ্ছেন সদস্যরা
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ২৭আগস্টঃ
করোনা সারা বিশ্বে তার থাবায় জর্জরিত করেছে মানুষকে। তাই করোনার সংক্রমন থেকে বাঁচতে সারা দেশ ব্যাপি মানুষকে নিজেকে ঘরবন্দী করে নিয়েছিলে বিগত কয়েক মাস ধরে। বাদ পরেনি এই রাজ্যের বাসিন্দারাও। সরকার থেকে লকডাউন ঘোষণা করায় আচমকাই বহু মানুষ দুর্বিপাকে পড়ে গিয়েছে। কেউ কাজ হারিয়ে পরিবার নিয়ে পথে বসেছেন আবার অনেকেই আর্থিক সংকটের জেরে বলতে গেলে প্রায় অভুক্ত হয়ে দিন কাটাচ্ছেন। এহেন পরিস্থিতিতে সব থেকে বেশী বিপাকে পড়েছেন ভবঘুরে থেকে শুরু করে ভিক্ষুকেরা। এরকমই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে বিগত সাতশ দিন ধরে গরীব ও দুঃস্থ মানুষদের মুখে অন্ন তুলে দিচ্ছেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর আসানসোল শাখার সদস্যরা। তাঁরা আসানসোলে একটি ফুদ ব্যাংক তৈরী করেছেন আর এই মাধ্যমে বহু অসহায় মানুষের অন্ন সংস্থান করছেন এই সংস্থার সদস্যরা।
এই সংস্থার চেয়ারম্যান বুম্বা মুখার্জী বলেন, এত অসহায় মানুষ খাবার পাচ্ছে প্রতিদিন। ঈশ্বর আমাদের আরো শক্তি দিক যাতে হাজার হাজার অসহায় মানুষ বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে আছে, আমাদের হাতে প্রতিদিন যেন খাবার পায় ৷ অসহায়দের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় মানবতার ধর্ম। যারা দিনমজুর, তারা তাদেরপরিবার নিয়ে অভুক্ত থাকছে। তাঁরা অপেক্ষার প্রহর গোনে আমাদের জন্য। এই সঙ্কটপূর্ণ অবস্থা আমাদের শেখায় মানবিক হতে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তাদের দুমুঠো খাবারের ব্যবস্থা করে দিতে।পাশপাশি বুম্বাবাবু সকলের কাছে তাই অনুরোধ জানান যেন সকলে এগিয়ে এসে সমবেত হয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে সমাজের জন্য ভাল কিছু করা যায়। তাতে আরো বহু সংখ্যক গরীব দুঃস্থ মানুষ উপকৃত হবেন।