ডিএসপির উচ্ছেদ অভিযানের প্রতিবাদে পরিষেবা বন্ধ করে দিলেন গান্ধীমোড়ের অ্যাম্বুলেন্স চালকরা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২২জুনঃ
দুর্গাপুরের গান্ধী মোড়ে দুর্গাপুর ইস্পাত কারখানার জমিতে গড়ে উঠেছিল অবৈধ অ্যাম্বুলেন্স স্টান্ড, আজ সোমবার পুলিশের সহযোগিতায় দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ সেই স্ট্যান্ড তুলে জায়গাটিকে নিজের দখলে নিতে তারের বেড়া দিয়ে ঘিরে দেয় আর তার জেরে পরিষেবা বন্ধ করে দিল দুর্গাপুরের অ্যাম্বুলেন্স চালকরা। তাদের অভিযোগ গান্ধীমোড়ের কাছে একটি জমিতে অ্যাম্বুলেন্সগুলি তাঁরা পার্কিং করতো। কিন্তু আজ সোমবার সকালে ডিএসপি কর্তৃপক্ষ হঠাৎ করেই উচ্ছেদ অভিযান শুরু করে। যার জেরে ওই জমি থেকে অ্যাম্বুলেন্সগুলিকে সরিয়ে নিয়ে যেতে হয়। তাদেরকে অ্যাম্বুলন্সগুলি সেই সময়ের জন্য গান্ধীমোড়ের উড়ালপুলের নিচে নিয়ে রাখতে হয়। চালকরা জানান ডিএসপি কর্তৃপক্ষকে তাঁরা অনুরোধ করে ছিলেন যে ওই ছোট জমিটি তাদের পার্কিংয়ের জন্য ছেড়ে রেখে বাকি জমি দখলমুক্ত করুক, কিন্তু কর্তৃপক্ষ তাতে কর্ণপাত না করায় প্রতিবাদ স্বরূপ তাঁরা পরিষেবা বন্ধ করে দেন।
বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। যান দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। ডেপুটি ম্যাজিস্ট্রেটকে ঘিরেও চালকরা ক্ষোভ দেখান। ডিএসপি কর্তৃপক্ষ ও অ্যাম্বুলেন্স চালকদের সাথে কথা বলেন ডেপুটি মেয়র। কিন্তু তাতেও কোনো সমাধানের পথ বের হয় না। চালকদের দাবি যতক্ষণ না তাদের দাবি না মানা হচ্ছে ততক্ষণ তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন। অপরদিকে ডিএসপি কর্তৃপক্ষের তরফে আধিকারিকরা জানান যে, তাঁরা আইন মোতাবেক কাজ করেছেন, যা করার বা বলার তা উর্ধ্বতন কর্তৃপক্ষই বলবেন।
ঘটনার জেরে যাতে অশান্তি বড় আকার না নেয় তার জন্য এলাকায় মোতায়েন করা হয় পুলিশ। এদিকে গান্ধীমোড়ে রয়েছে একটি বেসরকারী হাসপাতাল। ফলে অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয় রোগীর পরিজনদের। আর এভাবে বিষয়টি চলতে থাকলে সমস্যা বড় আকার নেবে বলেও মনে করা হচ্ছে।