আচমকা ঝড় বৃষ্টিতে বাজ পড়ে দুর্গাপুরে মৃত্যু প্রৌঢ়ের
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৭সেপ্টেম্বরঃ
বাজ পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃত ব্যাক্তির নাম উত্তম ঘোষ(৫৫)। মৃত ওই ব্যাক্তি কাঁকসার বিদবিহার পঞ্চায়েতের অন্তর্গত নয়াকাঞ্চনপুরের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় আহত হুয়েছেন আরো এক ব্যাক্তি।
সোমবার দুপুরের পর আচমকাই বজ্র বিদ্যুৎ সহযোগে ঝড় বৃষ্টি নামে। উত্তমবাবু ও আরো এক ব্যাক্তি সেই সময় মাঠে ছিলেন। প্রচন্ড বৃষ্টিতে তাঁরা একই ছাতার তলায় দাঁড়িয়েছিলেন। আচমকাই বাজ পড়লে দুজনেই জ্ঞান হারান। এলাকার বাসিন্দারা দুজনকে উদ্ধার করে ঘরে নিয়ে যাওয়ার পর বোঝা যায় যে উত্তম ঘোষের মৃত্যু হয়েছে।