রাস্তা পেরোতে গিয়ে বেপরোয়া লরির ধাক্কায় অন্ডালে বৃদ্ধের মৃত্যু, স্থানীয়দের বিক্ষোভ
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৯সেপ্টেম্বরঃ
রাস্তা পেরোতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। মৃত ওই বৃদ্ধের নাম কারু দাস(৭০)। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত কাস কাজোরা কোলিয়ারী এলাকায়। ঘটনার পর মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ও যান নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাতটা নাগাদ খাস কাজোরা কোলিয়ারি সংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া লরি ধাক্কা মারে কারু দাসকে। ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। ঘাতক লরিটি ইসিএলের বালি পরিবহনের সঙ্গে যুক্ত। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ঘাতক লরি ও মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ এই রাস্তা দিয়ে ইসিএলের কয়লা ও বালি পরিবহন হয়। প্রতিদিন প্রচুর ভারী গাড়ি জনবহুল রাস্তা দিয়ে পারাপার করে । রাস্তায় যান নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নেই। সেই কারণে এই রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। যান নিয়ন্ত্রণের দাবিও তোলেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ পাঠায় ময়নাতদন্তের জন্য ।