ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা, গলিত লোহায় পুড়ে গেলেন তিনজন
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১মার্চঃ
ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় জখম হলেন তিনজন কর্মী। এবারে গলিত লোহা গায়ে পড়ে পুরে গেলেন ওই তিন কর্মী। দুর্ঘটনাটি ঘটেছে বেসিক অক্সিজেন ফার্নেস(BOF) বিভাগে। জখম তিন কর্মী হলেন এস কে পান, কে হাজরা ও জে কর্মকার। এদের এরা তিনজনেই ঠিকাকর্মী হিসেবে কাজ করেন দুর্গাপুর ইস্পাত কারখানায়। দুর্ঘটনাটি ঘটেছে আনুমানিক সকাল ৯টা ৪৫ নাগাদ। জখম তিনজন দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
প্রসঙ্গতঃ ১৮ই ফেব্রুয়ারী ও একই বিভাগে বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু হয় তিনজন কর্মীর। আহত হয়েছিলেন সাতজন। সেই ঘটনার রেশ কাটার আগেই ফের সেই একই বিভাগে দুর্ঘটনা ঘটায় শ্রমিক নিরাপত্তার বিষয়টি বার বার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলে অভিযোগ শ্রমিক মহলের।