অন্ডালে বাম সমর্থককে গুলির ঘটনায় গ্রেফতার আরো এক
আমার কথা, অন্ডাল, ৮ নভেম্বর:
খান্দরা সিদুলির শুট আউট ঘটনায় অভিযুক্ত শেখ ডাবলু নামে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার তাকে আদালতে পেশ করা হয়। অভিযুক্তকে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
১১ ই সেপ্টেম্বর খান্দরার সিদুলি পঞ্চায়েত অফিসের সামনে গুলিবিদ্ধ হন সক্রিয় সিপিএম সমর্থক বুদ্ধদেব সরকার নামে এক ব্যক্তি। পরের দিন অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেন ঘটনার প্রত্যক্ষদর্শী সুশান্ত বাউরি নামে একজন। পরে বুদ্ধদেব বাবু নতুন করে একটি অভিযোগ দায়ের করেন। নতুন কয়েকটি নাম যুক্ত করা হয় সেই অভিযোগে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ এর আগে তিনজনকে গ্রেফতার করে। কিন্তু মূল আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না বলে সরব হন বুদ্ধদেববাবু ও সিপিআইএম দল। অভিযুক্তদের গ্রেপ্তার ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে বুদ্ধদেব বাবু এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট ঘটনাটির তদন্তের তত্ত্বাবধানের দায়িত্ব দেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনারকে। সেই সাথে নির্দেশ দেন পুরনো এফ আই এর সাথে বুদ্ধদেব বাবুর দায়ের করা এফআইআরটিকে যুক্ত করা ও বুদ্ধদেব বাবুর শরীর থেকে বের হওয়া গুলিটির ফরেনসিক পরীক্ষা করানোর। নির্দেশ মত পদক্ষেপ করে তদন্তের অগ্রগতির রিপোর্ট আগামী ১১ ডিসেম্বর আদালতে জমা করার নির্দেশ দেয় হাইকোর্ট।
মঙ্গলবার পুলিশ গ্রেপ্তার করে ঘটনায় অভিযুক্ত শেখ ডাবলু নামে একজনকে। এই নিয়ে মোট চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ। আজ বুধবার অভিযুক্ত শেখ ডাবলুকে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্র খবর। ঘটনা প্রসঙ্গে সিপিএম নেতা তুফান মন্ডল বলেন অভিযুক্তরা সকলেই শাসকদলের নেতাকর্মী অথবা শাসকদলের ঘনিষ্ঠ । তাই পুলিশ তদন্তে ঢিলেমি করছে। দু’জন চারজন নয়, আমরা চাই এফআইআর এ নাম থাকা সমস্ত অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করুক পুলিশ।