প্রয়াত ছাত্র নেতার স্মরনে খনি অঞ্চলে রক্তদানের আয়োজন
admin
June 7, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৭জুনঃ
রবিবার উখরা কমিউনিটি হলে আয়োজন করা হয় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের। প্রয়াত ছাত্র নেতা দীপক পালের স্মরনে উখরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এটি আয়োজিত হয়। শিবিরে মোট এদিন ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত দান করা হয় আসানসোল জেলা হাসপাতালে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কালো বরণ মন্ডল, অন্ডাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৌশিক মন্ডল, উখরা পঞ্চায়েত প্রধান রিতা ঘোষ, উপপ্রধান রাজু মুখোপাধ্যায় সহ অন্যরা।