বেতন আটকে রেখেছে কর্তৃপক্ষ, প্রতিবাদে বিক্ষোভ হেতেডোবা শিল্পতালুকে
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২২এপ্রিলঃ
বকেয়া বেতনের দাবিতে কারখানার গেটের সামনে বিক্ষোভে সামিল হলেন শ্রমিকরা। ঘটনাটি দুর্গাপুরের হেতেডোবা শিল্পতালুকের। লকডাউন শুরু আগে কাজ করিয়েও সেই কাজের মাইনে এখনও দিচ্ছে না কর্তৃপক্ষ এই অভিযোগে মূলতঃ আজ বুধবার কারখানার সামনে তাঁরা প্রতিবাদে সামিল হন। এমনকি তাঁরা এও জানান যে, কর্তৃপক্ষ তাদের বলেছেন যে লকডাউন ওঠার পর তারপর শ্রমিকদের বেতন দেওয়া হবে।
লকডাউন শুরুর পর রাজ্য ও কেন্দ্র দুই সরকারের তরফেই আবেদন করা হয়েছিল যে, লকডাউন চলাকালীন বেসরকারী কারখানার শ্রমিকদের বা বেসরকারী সংস্থার কর্মীদের বেতন কাটা যাবে না। কিন্তু তারপরেও হেতেডোবা শিল্পতালুকের ওই বেসরকারী কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিকদের বেতন আটকে রাখার অভিযোগ উঠছে। হেতেডোবা শিল্পরতালুকের ওই বেসরকারী ইস্পাত কারখাটিতে প্রায় পাঁচশ জন শ্রমিক কাজ করেন যার মধ্যে ষাট জন শ্রমিক ভিন রাজ্যের আর তাঁরা লকডাউনের কারনে দুর্গাপুরে আটকে পড়েছেন। শ্রমিকদের অভিযোগ ওই আটকে পড়া শ্রমিকদের কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থাও করছে না কর্তৃপক্ষ।
এই ঘটনাকে ঘিরে বেশ উত্তেজনা ছড়ায় কারখানা চত্বরে। যদিও এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অপরদিকে বিক্ষুব্ধ শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন যে, এইভাবে চলতে থাকলে তাঁরা কারখানা খুলতে দেবেন না। অবিলম্বে তাদের বকেয়া বেতন মেটাতে হবে।