পুজোর আগে দুর্গাপুর শিল্পাঞ্চলের বেহাল রাস্তা মেরামতের আশ্বাস জেলাশাসকের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৬সেপ্টেম্বরঃ
প্রথমে সার্ভিস রোড এবার দুর্গাপুর শহরের ভেতরের ভগ্নপ্রায় রাস্তা মেরামতের আশ্বাস দিলেন খোদ জেলাশাসক পূর্ণেন্দু মাজি। পুজোর আগেই এই সমস্ত রাস্তা মেরামতের চেষ্টা করার আশ্বাস দেন তিনি।
সারা রাজ্য তথা দুর্গাপুর মহকুমায় রাজ্য সরকারের “জয় বাংলা” প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পের আওতায় পেনশন প্রকল্পের কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে দুর্গাপুরে আসেন জেলাশাসক। তেত্রিশ নং ওয়ার্ডে তামলা বস্তি প্রাথমিক বিদ্যালয়ে আজ এই প্রকল্পের আবেদন করতে যারা আসেন তাদের সাথেও কথা বলেন তিনি। জানতে চান সুবিধা অসুবিধার কথা। এরপর তিনি দুর্গাপুরের বিভিন্ন বেহাল রাস্তা ঘুরে দেখেন। দুর্গাপুর ইস্পাত নগরীর এস এন ব্যানার্জী রোফ, নেতাজী সুভাষ রোড সহ এম এ এম সি টাউনশিপের রাস্তা পরিদর্শণ করেন। পরিদর্শণ শেষে জেলাশাসক দুর্গাপুর নগর নিগমের আধিকারিকদের সাথেও কথা বলেন। পরিসেষে জানান আসন্ন দুর্গাপুজার আগে এই সমস্ত বেহাল রাস্তা মেরামতের চেষ্টা করা হবে। এদিন জেলাশাসকের সাথে ছিলেন দুর্গাপুর মহকুমা শাসক অনির্বাণ কোলে।