মুখমন্ত্রীর “রাজনৈতিক বাবা ” নিয়ে কটাক্ষ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের
আমার কথা, দুর্গাপুর, ২৬ মার্চ:
সাত সকালে জন সংযোগে বেড়িয়ে নিজস্ব ঢংয়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে তির্যক মন্তব্য করে বসলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর “রাজনৈতিক বাবা” নিয়ে মন্তব্যের জেরে বেশ সাত সকালেই সরগরম হয়ে ওঠে শিল্পাঞ্চল দুর্গাপুর।
সোমবার দোলের দিন দুর্গাপুরে আসেন এই কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। এসেই নানা জায়গায় দলীয় কর্মীদের সাথে দেখা করেন। এরপর সন্ধ্যেবেলা দামোদরের বিসর্জন ঘাটে গিয়ে সন্ধারতিও করেন দিলীপবাবু। এরপর আজ অর্থাৎ মঙ্গলবার সকালে প্রাত:ভ্রমণে বেরোন তিনি। সিটিসেন্টার সহ সংলগ্ন এলাকাগুলি পায়ে হেঁটে ঘোরেন সাথে এলাকার বাসিন্দাদের সাথে কথাও বলেন। এরপর তিনি মেইনগেট এলাকায় ১৯ নং জাতীয় সড়কের ধারে চা খেতে খেতে কর্মীদের সাথে “চায়ে পে চর্চা” কর্মসূচীতে যোগ দেন। সেখান থেকেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি মুখ্যমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করে বলেন, “মুখ্যমন্ত্রী বাংলায় বলেন তিনি বাংলার মেয়ে, গোয়ায় গিয়ে বলেন তিনি গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে। আগে বাপ তো ঠিক করুন, যার তার মেয়ে হওয়া ঠিক নয়”।
দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রসঙ্গে তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় তীব্র নিন্দা করে বলেন, বর্তমানে দলে কোন ঠাসা হয়ে গেছেন দিলীপ বাবু। তাই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। সেই কারনে উনি বাংলার মমতামতী মাকে নিয়ে আজেবাজে কথা বলছেন। বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মায়েদের জন্য লক্ষ্মীরভান্ডার করেছেন। কত মায়েরা এতে উপকৃত হচ্ছেন। বাংলার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে উনি যে ভাষায় কথা বলছেন সেতা বাংলার মায়েরাই ভাল মতো নিতে পারবেন না। এরপর এই বাংলায় নয় ওনার জায়গা হবে রাঁচিতে। মোদিজি অনেকে এরপর রাঁচিতে টিকিট কেটে সেখানে পাঠাবার ব্যবস্থা করবেন।”