আরজি কর কান্ডে মূল অভিযুক্তের শাস্তির দাবিতে দুর্গাপুরে সরব হল বিজেপি
admin
August 12, 2024

আমার কথা, দুর্গাপুর, ১২ আগস্ট:
আর জি কর হাসপাতালে ডাক্তারী পড়ুয়ার খুনের ঘটনার প্রতিবাদে শিল্পাঞ্চল দুর্গাপুরের পথে নেমে প্রতিবাদে সরব হল বিজেপি কর্মীরা। সোমবার বিকেলে সিটি সেন্টার বাস স্ট্যান্ড প্রবেশের মূল পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন তাঁরা। এই বিক্ষোভ প্রতিবাদের নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। এদিন টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। তারা আরজি কর কান্ডে মূল অভিযুক্তের শাস্তির দাবি জানানো হয়।