দুর্গাপুরে থানা ঘেরাও বিজেপির! ওসিকে দেখে নেওয়ার হুমকি
আমার কথা, দুর্গাপুর, ৮ এপ্রিলঃ
দিলীপ ঘোষের চায়ে পে চর্চাকে কেন্দ্র করে তুমুল অশান্তি আর সেই অশান্তিতে যারা যুক্ত ছিল তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, এই দাবিতে দুর্গাপুরের নিউটাউনশিপ থানা ঘেরাও করলো বিজেপি। শুধু তাই নয় ২৪ ঘন্টার মধ্যে যদি দোষীদের গ্রেফতার করা না হয় তাহলে বিষয়টা অনেক বড় আকার নেবে বলে থানার ভারপ্রাপ্ত আধিকারিকক্কে হুমকিও দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে।
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ যেদিন থেকে এই কেন্দ্রে প্রচার শুরু করেছেন সেদিন থেকেই দুর্গাপুরের প্রতিটা দিন ঘটনাবহুল দিন হিসেবে যাচ্ছে। কখনও বেলাগাম মন্তব্য করছেন প্রার্থী তো আবার কখনও তাঁকে “গো-ব্যাক” শ্লোগানের মুখেও পড়তে হচ্ছে। শুধু তাই নয় চায়ে পে চর্চা কর্মসূচিতে যোগ দিতে গিয়ে দুর্গাপুরে দুবার তিনি মহিলাদের ক্ষোভের সম্মুখীন হন। এই যখন প্রচারের চিত্র বিজেপি প্রার্থীর, তাতে আরো একবার উত্তেজনার রঙ লাগলো সোমবার সকালে। ফুলঝোড়ে দলীয় কর্মীদের সাথে নিয়ে দিলীপ ঘোষ জন সংযোগ বাড়াতে যখন চায়ে পে চর্চায় যোগ দেন তখন আচমকাই কয়েকজন মহিলা সেখানে আসেন আর প্রার্থীর সামনে ‘জয় বাংলা’ বলতে বলতে “গো-ব্যাক’ শ্লোগান দিতে শুরু করেন। তার প্রেক্ষিতে তখন বিজেপি কর্মীরাও ‘পিসি-ভাইপো’ চোর বলে শ্লোগান দিতে শুরু করে। ঘটনায় উত্ত্রজনা ছড়ায়। দুপক্ষের মধ্যে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে যায়। পুলিশ এলে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা। তারপরেই সেখান থেকে নিউটাউনশিপ থানায় যান বিজেপি কর্মীরা। সেখানে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ছয় জন তৃণমূল কর্মীর নামে অভিযোগ জানিয়ে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
বিজেপি সাংগঠনিক জেলার মুখপাত্র তথা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দোপাধ্যায় বলেন, আমাদের প্রার্থীর সামনে কয়েকজন মহিলাকে এগিয়ে দিয়ে তৃণমূল ঝামেলা পাকায়। পুলিশ চুপচাপ দাঁড়িয়ে তাদের দেখছিল। আমরা নির্বাচন কমিশনকে বিষয়টি লিখিত আকারে অভিযোগ জানানো হবে।” সাথে তিনি থানার ভারপ্রাপ্ত আধিককে এও হুমকি দেন, “যে ছয়জনকে চিহ্নিত করা হয়েছে, ২৪ ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার না করা হয় তাহলে ওসি কতক্ষণ এই চেয়ারে থাকেন সেটাও আমরা দেখে নেবো।”
এ বিষয়ে জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “কেন্দ্র সরকারের বঞ্চনার শিকার হচ্ছে এই বাংলার মানুষ, তারই কৈফিয়ত চাইতে গেছিল বিজেপি প্রার্থীর কাছে। কিন্তু সেটার মুখোমুখি করার সৎ সাহস ওনার নেই। অবস্থা বেগতিক বুঝেই থানা ঘেরাও করে নিজেদের পাল্লা ভারী করতে চাইছে। কিন্তু মানুষ এসব নাটকে ভুলবে না। যোগ্য জবাব দেবে ব্যালটে।”