উত্তরপ্রদেশের ধর্ষণ ও খুনের ঘটনার তীব্র প্রতিবাদে কাজোরায় মোমবাতি মিছিল
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৩০সেপ্টেম্বরঃ
উত্তরপ্রদেশের হাথরস এলাকায় উনিশ বছরের দলিত মেয়ের ধর্ষণ ও নৃশংস খুনের প্রতিবাদে উত্তাল হয়েছে দেশ। দ্রুত বিচার ও অভিযুক্তদের ফাঁসির দাবি উঠেছে দেশ জুড়ে, যার আঁচ পড়েছে এ রাজ্যেও। প্রতিবাদে সামিল হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন। ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় অন্ডালের কাজোরা এলাকার জামবাদ বেনেডি মোড়ে শোকসভা ও মোমবাতি মিছিল করে পশ্চিমবঙ্গ মহিলা সমিতি সংগঠন। উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রী মঞ্জু বোস সহ ও প্রায় শতাধিক মহিলা। সভাশেষে মঞ্জু দেবী বলেন দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন মহিলারা ধর্ষণ, খুন ও অত্যাচারের শিকার হচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছে ঘরের মেয়েরা। উক্ত ঘটনায় দোষীদের দ্রুত ফাঁসির দাবি জানান তিনি।