সোনিয়া গান্ধীকে নিয়ে কুরুচি মন্তব্যের অভিযোগে দুর্গাপুরে কংগ্রেসের পক্ষ থেকে টিভি সঞ্চালকের বিরুদ্ধে এফ আই আর
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৫এপ্রিলঃ
সোনিয়া গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে সঞ্চালক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে সরব কংগ্রেসের পক্ষ থেকে দেশের বিভিন্ন রাজ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হল। বাদ যায়নি এই রাজ্যও। এই রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন থানাতেও অর্ণব গোশ্বামীর বিরুদ্ধে এফ আই আর করা হয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। গতকাল অর্থাৎ শুক্রবার দুর্গাপুরের বুদবুদ, কাঁকসা ও দুর্গাপুর থানায় কংগ্রেস কর্মীরা গিয়ে টিভি চ্যানেলের ওই সঞ্চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রসঙ্গতঃ দিন কয়েক আগে মহারাষ্ট্রের পালঘর গ্রামে দুষ্কৃতিদের হাতে খুন হন দুজন সাধু সহ একজন গাড়ির চালক। গাড়িতে করে একটি শোকসভায় যোগ দিয়ে ফিরছিলেন ওই দুই সাধু। আচমকাই পালঘর গ্রামে ওনাদের গাড়ি আটকায় উন্মত্ত মানুষজন। চোর সন্দেহে এরপর শুরু হয় বেদম প্রহার। পুলিশ গিয়েও তাদের উদ্ধার করতে পারেনি। সাধু হত্যার ঘটনার নিন্দা করতে গিয়ে জাতীয় কংগ্রেসের চেয়ারপার্সন তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের অভিযোগ ওঠে একটি জাতীয় স্তরের টিভি চ্যানেলের সঞ্চালক অর্নব গোস্বামীর বিরুদ্ধে। সেই অভিযোগে কংগ্রেসের পক্ষ থেকে এফ আই আর করা হয়।