‘পুলিশ দিবস’ উপলক্ষ্যে দুর্গাপুরে করোনা যোদ্ধাদের সম্মানিত করা হল পুলিশের তরফে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮সেপ্টেম্বরঃ
সারা বিশ্ব লড়ছে করোনার বিরুদ্ধে, ব্যতিক্রম নয় এই রাজ্যও। রাজ্যের প্রতিটি কোনে করোনার থাবা থেকে রাজ্যবাসীকে বাঁচাতে চিকিৎসক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকরা প্রথম সারিতে থেকে এই লড়াই চালাচ্ছে। তাই পুলিশ দিবস উপলক্ষ্যে এরকম করোনা যোদ্ধাদের সম্মানিত করা হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। আজ মঙ্গলবার দুর্গাপুরের সিটিসেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় পুলিশের তরফে, উপলক্ষ্য “পুলিশ দিবস”। সেই অনুষ্ঠানে করোনা যোদ্ধাদের সম্মানিত করা হয়। সম্মানিত করা হয় এই শহরে যারা করোনাকে জয় করেছেন। সম্মানিত করা হয় এই শহরের সেই সব চিকিৎসক ও নার্সদের যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে একজন করোনায় আক্রান্ত রোগীকে সুস্থ করে তোলার জন্য সরাসরি সেবা করছেন। সর্বপরি এদিনের অনুষ্ঠানে পুলিশকর্মীদেরও সম্মানিত করা হয় কারন পুলিসকর্মীরাও প্রথম সারির করোনা যোদ্ধা যারা নিজেদের প্রাণ বাজি রেখে এই করোনা লড়াইয়ে সামিল হয়েছেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা, মহকুমা শাসক অনির্বাণ কোলে, মহানাগরিক দিলীপ অগস্তি, দুর্গাপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন থানার আধিকারিকগণ, পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়ার সহ আরো অনেকে।