শুভেন্দুকে “মীরজাফর” আখ্যা দিয়ে দুর্গাপুরে কুশপুতুল পোড়ালেন পুরপিতা

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২১ডিসেম্বরঃ
রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দ্বেখে বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি মীরজাফরের কাজ করেছেন, এমনটাই অভিযোগ এনে আজ মঙ্গলবার দুর্গাপুরে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যার নেতৃত্ব দেন পুরপিতা তথা বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার।দুর্গাপুরের ২০নং ওয়ার্ডের চাষীপাড়ায় এদিন মিছিলটি বের হয়। মিছিল শেষে শুভেন্দু অধিকারীর কুশপুতুলও পোড়ানো হয় তৃণমূল কর্মী সমর্থকদের দ্বারা।
পুরপিতা রমাপ্রসাদ হালদার বলেন, “বাংলায় যে নতুন মীরজাফরের জন্ম হয়েছে, আমরা সেই মীরজাফরকে বিতাড়িত করতে চাইছি এই রাজ্য থেকে তাই আজ তার কুসপুতুল পোড়ালাম, সাথে এও চাইছি ২০২১ এ মমতা বন্দোপধ্যায় আবার মুখ্যমন্ত্রী হোক।” এছাড়াও তিনি আরো বলেন যে, “বিজেপির এই দলটা এখন কয়লা, গরু, লোহা চোরদের দল হয়ে গেছে। গতকাল দুর্গাপুরে বিজেপির যোগদান মেলায় রাজ্য সভাপতির উপস্থিতিতে একজন কয়লা মাফিয়া যেভাবে দলে যোগ দিলো তাতেই বোঝা যায় যে দলটাত কাদের নিয়ে চলছে। এসব মাফিয়াদের এই রাজ্যের মানুষ মেনে নেবে না।”