লকডাউনে দুর্গাপুরে দুঃস্থদের পাশে এসে দাঁড়ালেন শিল্পাঞ্চলের সাংস্কৃ্তিক কর্মীবৃন্দ
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৪এপ্রিলঃ
করোনা ভাইরাসের থাবায় আক্রান্ত সারা বিশ্বের মানুষ। এতে একদিকে যেমন প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে তেমনি আর্থিক সংকটের মধ্যে পড়তে হচ্ছে দুঃস্থ, অসহায় মানুষগুলোকে। বিশেষ করে করোনার আক্রমন থেকে বাঁচতে রাজ্য তথা দেশ জুড়ে লকডাউন পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের অবস্থা খুবই অসহায়। তাদের কথা ভেবে এবার তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দুর্গাপুর শিল্পাঞ্চলের সংস্কৃতিক জগতের মানুষজন। শুক্রবার দুর্গাপুরের সি জোনে সোনারতরী বস্তি এলাকায় ‘আনন্দমেলা’ গোষ্ঠীর সাংস্কৃতিক কর্মীরা শতাধিক বস্তিবাসীদের হাতে তুলে দিলেন অত্যাবশ্যকীয় খাদ্যসামগ্রী। এদিন সঙ্গীত শিল্পী কাকলী মুখোপাধ্যায়, তবলাবাদক সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়, আবৃত্তিকার বরুন রায় সহ বেশ কয়েকজন শিল্পী ও সংকৃতমনস্ক মনস্ক মানুষজন চাল, ডাল, আলু, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ওই বস্তি এলাকার অসহায় মানুষগুলোর হাতে তুলে দেন।