দুর্গাপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু, মৃতদেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৭ডিসেম্বরঃ
ফের একই রাস্তার উপর পথ দুর্ঘতনা, আর এবারের পথ দুর্ঘটনার বলি হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত ডায়েরী মোড়ে বাঁকুরাগামী রাজ্য সড়কের উপর। দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতা অবরোধ করে রাস্তা।
জানা গিয়েছে, দুর্গাপুরের সগড়ভাঙ্গা কলোনীর বাসিন্দা আদিত্য নন্দী(৫০) সাইকেলে করে রাস্তা পারাপার করছিলেন সেই সময় মুচিপাড়ার দিক থেকে একটি পাথর বোঝাই ট্রাক এসে ধাক্কা মারে আদিত্যবাবুকে। রাস্তার উপরেই মৃত্যু হয় তাঁর। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। তাঁরা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ শুরু করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ পৌঁছোলে পুলিশকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করে উত্তেজিত জনতা। মৃতদেহ তুলতে অ্যাম্বুলেন্স আনা হলে অ্যাম্বুলেন্সটিকেও ফেরত পাঠিয়ে দেন তাঁরা।
এলাকাবাসীদের অভিযোগ, ওই এলাকায় যান নিয়ন্ত্রণে কোনো সদর্থক ভূমিকা নিচ্ছে না পুলিশ। ডায়েরী মোড়ে ট্রাফিক পুলিশ থাকলেও তাঁরা হয় ফোনে ব্যস্ত থাকে আর নয়ত নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত থাকে, সাথে চলে ব্যাপক তোলাবাজি। আর এই সব কারনের জন্যই দিন দিন দুর্ঘটনা বেড়েই চলেছে।
স্থানীয়দের আরো অভিযোগ চলতি মাসের ১০ তারিখেই এই রাজ্য সড়কের উপর বিডিও মোড়ে একটি তেলের ট্যাংকারে গুরুতর জখম হয়েছিলেন এক যুবক। কিন্তু তাঁর পরেও কোনো হেলদোল নেই পুলিশের।
স্থানীয়রা ওই রাক্য সড়কের উপর স্পিড ব্রেকার দাবি করেন যদিও পুলিশ সাফ জানিয়ে দেয় যে এটি বানানো তাদের এক্তিয়ারের বাইরে। তবুই স্থানীয়রা বিক্ষোভ দেখাতেই থাকেন। এরপর ঘটনাস্থলে যান কোকওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক। তিনি উত্তেজিত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেও বাধ্য হন। বরং উল্টে উত্তেজিত জনতা ঘাতক লরির চাকার হাওয়া খুলে দেয়। শেষে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি(কাঁকসা)। বিষয়টি নিয়ে দেখার আশ্বাস দিলে পরে অবরোধ সরিয়ে নিয়ে মৃতদেহ তুলে নিয়ে যেতে দেন এলাকাবাসীরা।