স্থানীয় মহিলার উচ্ছেদের প্রশ্নে বিড়ম্বনায় পড়ে চায়ে পে চর্চা ছাড়লেন দিলীপ
আমার কথা, দুর্গাপুর, ১ এপ্রিলঃ
ভোট প্রচারে জনসংযোগ বাড়াতে সোমবার সকালে দুর্গাপুরের পলাশডিহা এলাকাতে একটি চায়ের দোকানে বসে ছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সে সময় কৃষ্ণা দে নামে এক মহিলা এসে উচ্ছেদের নোটিশ নিয়ে প্রশ্ন করায় বিড়ম্বনায় পড়েন দিলীপ বাবু। অবাঞ্চিত ঘটনা এড়াতে চায়ের দোকান ছেড়ে চলে যান তিনি। ওই মহিলা তৃণমূল দলের । গন্ডগোল পাকানো উদ্দেশ্য ছিল মহিলার বলে অভিযোগ বিজেপির।
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে জোড় কদমে প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সোমবার সকালে কর্মী সমর্থকদের নিয়ে দিলীপ বাবু যান পলাশডিহা এলাকায়। সেখানে একটি চায়ের দোকানে যোগ দেন চাই পে চর্চা কর্মসূচিতে। খোশ মেজাজে চলছিল আড্ডা। হঠাৎ ছন্দপতন ঘটে এক মহিলার উপস্থিতিতে। সেখানে এসে উপস্থিত হন পলাশডিহার বাসিন্দা কৃষ্ণা দে নামে এক মহিলা। তিনি বলেন রাষ্ট্রয়াত্ত্ব সংস্থা ডিএসপি পলাশডিহা এলাকার বাসিন্দাদের উঠে যাওয়ার জন্য উচ্ছেদের নোটিশ দিয়েছে । আমরা আতঙ্কে রয়েছি, আপনি বিদায়ী সাংসদ এই ব্যাপারে কি করবেন? মহিলার প্রশ্ন শুনে বিড়ম্বনায় পড়েন দিলীপবাবু। অবাঞ্চিত ঘটনা এড়াতে এরপর দিলীপবাবু চায়ের দোকানের আড্ডা ছেড়ে উঠে যান। এই সময় ওই মহিলার সাথে বচসাতে জড়িয়ে পরে দিলীপবাবুর সাথে থাকা বিজেপির কর্মী সমর্থকরা। কৃষ্ণাদেবী জানান পলাশডিহা এলাকাতে চল্লিশ, পঞ্চাশ বছর ধরে প্রায় তিন থেকে চার হাজার পরিবার বসবাস করে। ডিএসপি সংস্থা তাদের উঠে যাওয়ার নোটিশ দিয়েছে। এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। দিলীপবাবু বিজেপির সাংসদ, এবার আমাদের কেন্দ্রে প্রার্থী হয়েছেন, তাই দিলীপবাবুর কাছে জানতে চেয়েছিলাম উচ্ছেদের ব্যাপারে তিনি কি ভূমিকা নেবেন । চেষ্টা করব বলে উত্তরে জানান দিলিপবাবু বলে দাবি করেন কৃষ্ণা দেবী । কৃষ্ণা দেবী তৃণমূল দলের সাথে যুক্ত। দলের নির্দেশে গন্ডগোল পাকাতে ওই মহিলা এসেছিলেন বলে অভিযোগ বিজেপির স্থানীয় নেতাদের । যদিও বিষয়টি নিয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি দিলীপ বাবুর।