দুর্গাপুর নগর নিগমের গৃহযুদ্ধ প্রকাশ্যে, মেয়রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন কাউন্সিলরদের একাংশ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৪অক্টোবরঃ
দুর্গাপুর নগর নিগমের গৃহযুদ্ধ এলো প্রকাশ্যে। এবার খোদ মহানাগরিকের বিরুদ্ধে সর্বোচ্চ নেতৃত্বের কাছে অভিযোগ জানাতে চলেছেন দুর্গাপুর নগর নিগমের কাউন্সিলরদের একাংশ। আর তা নিয়ে শিল্পাঞ্চল দুর্গাপুরে বেশ আলোচনার বিষয় বস্তু হয়ে দাঁড়িয়েছে এই মেয়র বনাম কাউন্সিলরদের একাংশের মতবিরোধ।
বীরভানপুরের বৈদ্যুতিন চুল্লি হোক, কিংবা বনফউল সরণীর রাস্তা মেরামত, কিংবা পানীয় জলের জন্য ট্যাংকারের অনুরোধ সবেতেই মহানাগরিক দিলীপ অগস্তির অসহযোগিতার অভিযোগে ক্ষোভ দানা বাঁধছিল এই কাউন্সিলরদের একাংশের। এবার ধিকি ধিকি করে জ্বলতে থাকা সেই আগুনে ঘি পড়ল কর্মী নিয়োগকে কেন্দ্র করে। অভিযোগ মহানাগরিক কোনো বোর্ড মিটিং ছাড়াই তিনি নিজের গ্রামের কোনো এক ব্যাক্তিকে দুর্গাপুর নগর নিগমে কাজে নিয়োগ করছেন আর তা নিয়ে মঙ্গলবার বোর্ড মিটিংয়ে কথা তুললে তিনি বোর্ড মিটিং ছেড়ে বেরিয়ে যান বলে অভিযোগ।
৪নং বোরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায় বলেন, “আমরা মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী মা মাটি মানুষের কাজ করছি। কিন্তু মহানাগরিক প্রথম থেকে বিকল্প পথে হাঁটছেন। কর্মী নিয়োগ নিয়ে কথা তুলতেই তিনি বলেন আমার সেই ক্ষমতা আছে আমি সেটা করতেই পারি। শুধু তাই নয় একজন বর্ষীয়ান কাউন্সিলর জলের ট্যাংকার চাইলে তিনি অশ্বাব্য ভাষায় তাঁকে অপমানও করেন। এদিকে যে রাস্তার জন্য দুর্গাপুর নগর নিগম টোল ট্যাক্স নিচ্ছে সেই রাস্তা সারাইয়ের দায়িত্ব তিনি নিতে চাইছেন না। মহানাগরিক কোনো সহযোগিতা করছেন না। ফলে বিরোধীদের কাছে মাথা হেঁট হয়ে যাচ্ছে।”
অপরদিকে যার বিরুদ্ধে কাউন্সিলরদের একাংশ ক্ষোভ উগরে দিয়েছে সেই খোদ মহানাগরিক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন এতে হয়ত কারুর স্বার্থে আঘাত লেগেছে তাই তাঁরা এরকম অভিযোগ তুলছেন।