করোনা আবহে বয়স্কদের পাশে থাকার আশ্বাস দুর্গাপুর পুলিশের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৭আগস্টঃ
সারা রাজ্যের সাথে সাথে জেলা পশ্চিম বর্ধমানেও ক্রমশই বাড়ছে করোনা সংক্রমন। বিশেষ করে বয়স্ক ব্যাক্তিদের এই ভাইরাসে আক্রান্ত হতে বেশী দেখা যাচ্ছে। এই ভাইরাসের সংক্রমন থেকে রাজ্যবাসীকে বাঁচাতে রাজ্যে সাপ্তাহিক লকডাউন ঘোষণা করেছে সরকার। এই মাসে আজ শেষ লকডাউনের দিন আর এই দিনটিকে বেছে নিয়ে দুর্গাপুরের বহুতল আবাসনগুলিতে বসবাসকারী আবাসিকদের সচেতন করতে উদ্যোগী হল দুর্গাপুর থানার পুলিশ।
এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি(পূর্ব) স্বপন দত্তের নেতৃত্বে, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, দুর্গাপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক, সিটিসেন্টার ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সিটিসেন্টারের বেশ কয়েকটি বহুতল আবাসনে যান আর সেখানকার আবাসিকদের করোনা সংক্রমন আটকাতে সচেতন করার চেষ্টা করেন।
হাউসিং কো-অপারেটিভ সোসাইটির সম্পাদক তরুনকান্তি দে জানান যে, দুর্গাপুর পুলিশের তরফে করোনা ভাইরাস নিয়ে সচেতন করা হয় এদিন। পাশপাশি বয়স্ক মানুষদের আশ্বাস দেন যদি কোনো চিকিৎসা বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দরকার পরে তাহলে তাঁরা পুলিশের সহায়তা পেতে পারেন। তার জন্য ফোন নাম্বার দেওয়া হয়। সাথে মাস্ক পরা থেকে শুরু করে জীবানুনাশক ঠিক মতো ব্যবহার করে কি করে করোনা থেকে বাঁচা যায় তাঁর একটি গাইডলাইন ঠিক করে দেওয়া হয় পুলিশের তরফে।
এসিপি(পূর্ব) স্বপন দত্ত জানান যে, দুর্গাপুরের বিভিন্ন জায়গায় যে সব বহুতল আবাসন রয়েছে সেখানে বারিগুলি যেহেতু খুব কাছাকাছি আর সেখানে একই লিফট ব্যবহার করা হয় তাতে সংক্রম্অন বাড়ার সম্ভাবনা প্রবল। তাই আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে এই সব আবাসনের আবাসিকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ সিটিসেন্টার দিয়ে শুরু হল, আগামীদিনে পুরো দুর্গাপুরেই এই সচেতনতা শিবির করা হবে।