“মিস ওসন ওয়ার্ল্ড” প্রতিযোগিতায় বিশ্বের দরবারে ভারতকে প্রতিনিধিত্ব করতে চলেছেন দুর্গাপুরের অনিন্দিতা
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৫ডিসেম্বরঃ
ভারতের হয়ে এবার বিশ্বের দরবারে সৌন্দর্য্যের মঞ্চে দুর্গাপুরের কন্যা অনিন্দিতা চন্দ্র। “মিস ওসন ওয়ার্ল্ড” প্রতিযোগিতার জন্য মনোনিত হয়েছেন এই শিল্পাঞ্চল তনয়া। দেশের বিভিন্ন রাজ্য থেকে যারা অংশ নিয়েছিলেন তাদের পিছনে ফেলে আন্তর্জাতিক স্তরের এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন অনিন্দিতা।
দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের ভারতী রোডের বাসিন্দা পেশায় দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী জয়দেবচন্দ্র চন্দ্র ও জয়শ্রী চন্দ্রের মেয়ে অনিন্দিতা ছোট থেকেই পরাসুনার পাশাপাশি ভারত্নাট্যম নৃত্যের প্রশিক্ষণ নেন। এছাড়াও খেলাঢুলাতেও বিশেষ পারদর্শী অনিন্দিতা জেলাস্তরে ব্যাডমিন্টন সহ বিভিন্ন অ্যাথলেটিক প্রতিযোগিতায় সফলতাও অর্জন করেছেন। বর্তমানে অনিন্দিতা বেঙ্গালুরুতে অ্যানাস্থেটিক টেকনোলজি নিয়ে বিএসসি দ্বিতীয় বর্ষে পাথরতা। তবে ছোট থেকেই গ্ল্যামার জগত অনিন্দিতাকে হাতছানি দিয়ে ডাকত। আর সেই ডাকে সাড়া দিয়ে ২০১৭ সালে দুর্গাপুরে আয়োজিত “মিস সাউথ বেঙ্গল” সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন অনিন্দিতা। তারপর থেকেই তিনি মডেলিংয়ের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেন। ২০১৯ সালে পুনের একটি মডেলিং প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেন অনিন্দিতা, আর পড়াশুনার সাথে সাথে পাশাপাশি মডেলিংয়ের কাজও চলতে থাকে তাঁর।
২০১৯ সালেই “মিস ওসন ওয়ার্ল্ড” প্রইযোগিতার অডিশনে অংশ নেন অনিন্দিতা। রাজস্থান, দিল্লি, জয়পুরে এই অডিশন হয়। চূড়ান্ত পর্বে প্রতি্যোগিতা হওয়ার কথা ছিল মালয়েশিয়ায়, কিন্তু কোভিড ১৯ এর কারনে প্রতিযোগিতা শুরু হয় অনলাইনে। তাতে বহু দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে চূড়ান্ত পর্বে নিজের জায়গা করে নেন তিনি। ১লা ডিসেম্বর থেকে শুরু হয় এই চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা, আর ৩০ ডিসেম্বর গ্র্যান্ড ফিনালে। বিশ্বের ৪৫টি দেশের থেকে তরুণীরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। “মিস ওসন ওয়ার্ল্ড” এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে সেরার শিরোপা অর্জনই এখন একমাত্র লক্ষ দুর্গাপুরের এই তন্বী তনয়ার, আর সেই লক্ষ্যে এখন দিনরাত এক করে পরিশ্রম করছেন দুর্গাপুরের অনিন্দিতা চন্দ্র।
প্রসঙ্গতঃ সমুদ্রের পরিবেশ ও সামুদ্রিক প্রাণ রক্ষার বার্তা দিতে প্রতি বছর আয়োজিত হয় এই “মিস ওসন ওয়ার্ল্ড”