জলের চাপ কমাতে দুর্গাপুর ব্যারেজ থেকে ৮৫০০ কিউসেক জল ছাড়ল ডিভিসি কর্তৃপক্ষ
আমার কথা, পশ্চিম বর্ধমান( দুর্গাপুর ), ২০আগস্টঃ
নিম্নচাপের দরুন দক্ষিনবঙ্গে কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টিপাত আর এই বৃষ্টিপাতের দরুন দামোদরের জলেরস্তর বেড়েছে। তাই জলের চাপ কমাতে দুর্গাপুর ব্যারেজে জল ছাড়া হল। আজ বৃহস্পতিবার প্রায় সাড়ে আট হাজার কিউসেক জল ছাড়ল দামোদর ভ্যালি কর্পোরেশন কর্তৃপক্ষ। তবে আজ প্রথম নয়ে ইতিমধ্যেই বেশ কয়েকবার জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজে। টানা বৃষ্টিপাতের দ্রুত বাড়তে থাকা জলের চাপ কমাতেই জল ছাড়া হচ্ছে বলে জানায় ডিভিসি কর্তৃপক্ষ।
প্রসঙ্গতঃ এই মাসের শুরুর দিকে ৩ আগস্ট আচমকাই প্রায় সাড়ে সাত হাজার কিউসেক জল ছেড়ে ছিল ডিভিসি কর্তৃপক্ষ আর তাতে জলমগ্ন হয়ে পড়েছিল ৪৩নং ওয়ার্ডের কিছু এলাকা। জলমগ্ন হয়ে পড়ে বেশ কয়েকটি বারিও। ফলে সমস্যার মধ্যে পড়তে হয়েছিল এলাকার বাসিন্দাদের।