ইসিএলের কয়লা বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু যুবকের, ক্ষিপ্ত জনতার বিক্ষোভ
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৫অক্টোবরঃ
ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির । সোমবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটে অন্ডালের বাঁকোলা রেল গেটের সামনে। মৃত ব্যক্তির নাম বিরজু ভূঁইয়া (৩৫) ।
স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকাল দশটা নাগাদ বাঁকোলা বালুডাঙ্গার বাসিন্দা বিরজু ভূঁইয়া হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। রেল গেটের সামনে পেছন থেকে আসা একটি কয়লা বোঝাই ডাম্পার ধাক্কা মারল ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ওই যুবকের। ঘটনার পর ক্ষিপ্ত জনতা ঘাতক গাড়িটি আটক করে বিক্ষোভ দেখায় দীর্ঘক্ষণ। বন্ধ করে দেয় ইসিএলে র কয়লা পরিবহন। তাদের অভিযোগ উখরা স্টেট ব্যাংক থেকে কুমারডিহি যাওয়ার রাস্তার রেলগেট থেকে বালুরঘাট অংশটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। ইসিএলের কয়লা বোঝাই ভারি ডাম্পার প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করার ফলে রাস্তার এই বেহাল অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। খানাখন্দে ভরা রাস্তায় দুর্ঘটনা ঘটে । বিষয়টি ইসিএল কর্তৃপক্ষের জানা থাকলেও তারা রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও রাস্তা সংস্কারের দাবি জানান তারা।