দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু মহিলা বাইক আরোহীর
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২০ মার্চঃ
বাইকের পেছনে লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইকআরোহীর। গুরুতর আহত অবস্থায় অপর এক আরোহীকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।
দুর্ঘটনাটি ঘটেছে কাঁকসার আঢ়া এলাকায় শিবপুর মুচিপাড়া রোডে।
স্থানীয় সূত্রে জানা গেছে কাঁকসার বিষ্টুপুর থেকে মুচিপাড়ায় আসেন এক পুরুষ ও এক মহিলা।
মুচিপাড়ায় নিজেদের ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফেরার পথে কাঁকসার আঢ়া এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই বাইক আরোহী।
স্থানীয়রা কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ৪৫ বছর বয়সি সবিতা গড়াইকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।
অপর এক বাইক আরোহী গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।