করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র পারিষদ সদস্য প্রভাত চ্যাটার্জী
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৯আগস্টঃ
করোনায় আরান্ত হয়ে মৃত্যু হল দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ সদস্য তথা বাম শ্রমিক সংগঠনের নেতা প্রভাত চট্টোপাধ্যায়। গতকাল রাত ১০টা ৪০ নাগাদ দুর্গাপুরের বিধাননগরের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই তিনি কিডনি, উচ্চ রক্তচাপ জনিত অসুখে ভুগছিলেন। তা নিয়ে ভর্তি হয়েছিলেন ওই হাসপাতালে। সেখানে তাঁর সোয়াব পরীক্ষা করা হয়, আর তাতে রিপোর্ট পজিটিভ আসে।
প্রভাতবাবু দুর্গাপুরে বাম শ্রমিক আন্দোলনের সাথে ওতপ্রতভাবে জড়িত ছিলেন। তৎকালীন দুর্গাপুর নোটিফায়েড অথরিটি এরিয়া ভেঙ্গে যখন দুর্গাপুর নগর নিগম তৈরী হয় সেই সময় তিনি পূর্ত দপ্তরের মেয়র পারিষদ সদস্য হন। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য কয়েক বছর ধরে তাঁকে সেভাবে কোনো দলীয় কাজে দেখতে পাওয়া যাচ্ছিল না।
যতদিন তিনি দুর্গাপুর নগর নিগমে মেয়র পারিষদ সদস্য হিসেবে ছিলেন ততদিন যথেষ্ট দক্ষতার সাথে নিজের দায়িত্ব পালন করে গেছিলেন। শুধু তাই নয় দুর্গাপুর ইস্পাত কারখানার বাম শ্রমিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তাঁর অবদান অনস্বীকার্য। প্রভাতবাবুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দুর্গাপুরে।