পুজোর জন্য পদ্মফুল তুলতে গিয়ে আর ফেরা হল না বাড়িতে, মৃত্যু প্রৌঢ়ের
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২৬আগস্টঃ
বাড়িতে পুজোর জন্য পুকুরে পদ্মফুল তুলতে গিয়ে তলিয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার অন্তর্গত গোপালপুরের পশ্চিমপাড়া এলাকায়। মৃত ব্যাক্তির নাম নেপাল রুইদাস(৬৩)।
স্থানীয় সুত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা নেপালবাবু একটি বেসরকারী কারখানায় ঠিকা শ্রমিকের কাজ করতেন। আজ মঙ্গলবার নেপালবাবুর বাড়িতে ভগবতী পুজো ছিল। ডিউটি থেকে বাড়ি ফিরে পুজোর জন্য পুকুরে পদ্মফুল তুলতে নামেন। আচমকাই জলে তলিয়ে যান নেপালবাবু। স্থানীয়রা খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কাঁকসা থানার পুলিশ। ওই ব্যাক্তির দেহ তুলে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।