সিটিসেন্টারে বন্দুক থেকে চলল গুলি, রক্তাক্ত অবস্থায় উদ্ধার নিরাপত্তারক্ষী
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৪জুনঃ
নিজেরই বন্দুকের গুলিতে গুরুতর জখম হলেন এক নিরাপত্তারক্ষী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে সিটিসেন্টারে বেঙ্গল সৃষ্টি কমপ্লেক্স লাগোয়া বিগবাজারের পাশে একটি বেসরকারী ব্যাংকের সামনে। জখম ওই নিরাপত্তারক্ষীর নাম সেখ আলাউদ্দিন(৫৫)। তিনি পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বাসিন্দা।
জানা গেছে, সিটিসেন্টারের ওই বেসরকারী ব্যাংকের থেকে ওই ব্যাংকেরই বিভিন্ন এটিএম কাউন্টারে টাকা ভরার একটি বেসরকারী এজেন্সীর ক্যাশ ভ্যানে নিরাপত্তারক্ষীর দায়িত্বে রয়েছেন সেখ আলাউদ্দিন।
প্রতয়ক্ষদর্শী বাপ্পাদিত্য অধিকারী জানান যে, প্রতিদিনের মতো আজও তিনি অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সাথে ওই ব্যাংকে এসেছিলেন গাড়িতে টাকা তুলতে। অন্যান্য সহকর্মীরা ব্যাংকের ভেতরে ঢুকলেও তিনি ব্যাংকের বাইরে দাঁড়িয়ে ছিলেন। আচমকাই সেখ আলাউদ্দিনের বন্দুকের ট্রিগারে নিজেরই হাত পরে যায়। বন্দুকের গুলি লাগে তাঁর পায়ে। এরপরেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দে আশেপাশের লোকজন ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় সেখ আলাউদ্দিন পরে রয়েছেন। খবর দেওয়া হয় পুলিশে। সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে তুলে নিয়ে গান্ধীমোড় সংলগ্ন বেসরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে। অতিরিক্ত রক্তক্ষরনের জন্য সেখা আলাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান প্রত্যখদর্শীরা। ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে ব্যস্ততম সিটিসেন্টার চত্বরে। তবে এটি নিছকই দুর্ঘটনা নাকি ঘটনার পেছনে আর কোনো কারন আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।