অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে দুর্গাপুরে স্ত্রীকে খুন করল স্বামী

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৯ আগস্টঃ
স্ত্রী অবৈধ সম্পর্কে লিপ্ত আর এর প্রভাবে দুই মেয়ে সন্তানও বিপথে চলে যাবে এই অভিযোগ তুলে নিজের হাতে স্ত্রীকে হত্যা করলেন স্বামী। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের ২২ নং ওয়ার্ডের অন্তর্গত সিএমইআরআই বাস স্ট্যান্ড সংলগ্ন বরফকল বস্তি এলাকায় দুই মেয়েকে বসবাস করেন পেশায় গাড়ি চালক মহম্মদ সাকিল। মহম্মদ সাকিলের সাথে প্রায় দিনই অশান্তি লেগে থাকতো তার স্ত্রী নুরি পারভিনের। মহম্মদ আকিলের অভিযোগ তার স্ত্রী পরপুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আর দুই মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে সে ওই পরপুরুষের সাথে দেখা করে। এই নিয়ে বেশ কিছুদিন আগেও খুব অশান্তি হয় যা আবার পুলিশের হস্তক্ষেপে মিটেও যায়। কিন্তু ফের কয়েকদিন ধরে ওই একই কারনে অশান্তি শুরু হয় যা আজ চরমে ওঠে। সোমবার সকালে দুই মেয়েকে স্কুল নিয়ে যাওয়ার সময় নুরিকে যেতে বাধা দেয় তার স্বামী। কিন্তু নুরি সেই কথা না শোনায় তার স্বামী ঘরের দরজা বন্ধ করে প্রথমে মারধর করে পরে ওড়নার ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করে। এদিকে দরজার বাইরে নুরির দুই মেয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। সেই চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশিরা। নুরিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্বামী মহম্মদ আকিল পুলিশের কাছে স্ত্রীকে খুনের ব্যাপারটি স্বীকার করে নিলে তাঁকে গ্রেফতার করে পুলিশ।