অন্ডালে পশ্চিমবঙ্গ মহিলা সমিতি সংগঠনের পক্ষ থেকে একাধিক দাবি সহ গণতন্ত্র বাঁচাওয়ের ডাক
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৪সেপ্টেম্বরঃ
গণতন্ত্র রক্ষা সহ অন্যান্য এক গুচ্ছ দাবিতে শুক্রবার বহুলা পঞ্চায়েত অফিসে পশ্চিমবঙ্গ মহিলা সমিতি সংগঠনের তরফ এ দেওয়া হলো ডেপুটেশন । এদিন মিছিল করে পঞ্চায়েত অফিসে আসেন সংগঠনের মহিলারা । বেশ কিছুক্ষণ পঞ্চায়েত অফিসের বাইরে বিক্ষোভ প্রদর্শনের পর পঞ্চায়েত প্রধান বীরবাহাদুর সিং এর হাতে দাবি পত্র তুলে দেওয়া হয় সংগঠনের তরফে । গণতন্ত্র রক্ষা , করোনা অতিমারির কারণে কাজ হারানো পরিবারগুলিকে মাসিক ১০০০০ টাকা ভাতা , একশ দিনের কাজের প্রকল্পে একশ দিনের পরিবর্তে দুশো দিনের কাজের ব্যবস্থা । মহিলাদের উপর হিংসা বন্ধ ও রেশন, পেনশন, সহ অন্যান সামাজিক কাজে ব্যাংকে আধার লিংক বন্ধ করার দাবি জানানো হয়েছে বলে জানান সংগঠনের পক্ষে মঞ্জু বোস । তিনি বলেন দেশ ও রাজ্যের আজ গণতন্ত্র বিপন্ন, মানুষ নিরাপত্তার অভাব বোধ করছে , কেন্দ্র ও রাজ্য প্রশাসন দলদাসে পরিণত হয়েছে । তাই নাগরিকের নিরাপত্তা ও গনতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে পশ্চিমবঙ্গ মহিলা সমিতি সহ একাধিক গণসংগঠন লাগাতার আন্দোলন কর্মসূচি নিয়েছে , এ দিনের ডেপুটেশন কর্মসূচি তারই অংশ বলে মঞ্জুদেবী জানান।