দুর্গাপুরে ‘প্রচেষ্টা’র প্রচেষ্টায় লকডাউনের মধ্যে দুঃস্থদের জন্য অন্নসংস্থান
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৫এপ্রিলঃ
করোনা সংক্রমণ এড়াতে রাজ্যে চলছে লকডাউন আর এই লকডাউনে সব থেকে বেসি সমস্যার মধ্যে পড়েছে সমাজের গরীব দুঃস্থ মানুষজন। এদের কথা ভেবে সরকার যেমন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রেমনই সমাজের বিভিন্ন স্তরের মানুশজন তাদের সামর্থ্য অনুযায়ী ওই অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। সেরকমই একটি সংগঠন হল দুর্গাপুরের ‘প্রচেষ্টা’। যারা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন নয়। সুধুমাত্র সমাজের দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর তাগিদে এই লকডাউনে কয়েকজন ছাত্ররা মিলে এই সংগঠন তৈরী করে গত মাসের ২২ তারিখ থেকে দিন আনা দিন খাওয়া মানুষদের মুখে অন্ন তুলে দিচ্ছেন। আজ অর্থাৎ শনিবার তাঁরা দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের ভারতী রোড সংলগ্ন নতুনপল্লী গ্রামের প্রায় ৩০০ জন গ্রামবাসীর মধ্যে রান্না করা খাবার বিলি করেন। এখনও পর্যন্ত্য প্রচেষ্টার প্রচেষ্টায় ২৫০০ দুঃস্থ মানুষের কাছে খাবার পৌঁছেছে।