বনমন্ত্রীর প্রতিশ্রুতিতে উত্তরবঙ্গের ধাঁচে এবার কাঁকসার গড়জঙ্গল সাজতে চলেছে পর্যটকদের জন্য

আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৯অক্টোবরঃ
পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের গড়জঙ্গলকে উত্তরবঙ্গের ধাঁচে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নিলো বনদপ্তর। কাঁকসা শিবপুর থেকে দেউল পার্ক পর্যন্ত জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে পর্যটকরা জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে প্রায় ১০ কিলোমিটার তৈরী করা হবে ট্রেকিং রুট। জঙ্গলের মধ্যে থাকা হরিণ, ময়ূর এবং বিভিন্ন ধরনের পশু পাখি দেখার সুযোগ পাবেন। ওয়াচটাওয়ারে উঠে জঙ্গলকে দেখারও সুযোগ থাকছে। পর্যটকদের বিশ্রামের জন্য থাকছে বিশ্রাম ঘর। সেখানে এলাকার মানুষদের হাতে তৈরি জিনিস থেকে শুরু করে জলখাবার ও জঙ্গলের পশুপাখিদের ছবি। তার সাথে থাকছে আদিবাসীদের সাংস্কৃতিক গান বাজনা ও নৃত্য। শুক্রবার তাঁরই উদ্বোধন করলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জি। তিনি এই জঙ্গলে বেশকিছু বনদফতরের বাজেয়াপ্ত করা পাখি ছেড়ে দিলেন জঙ্গলে। মন্ত্রী রাজীব ব্যানার্জি জানিয়েছেন এই জঙ্গল কে আরও আকর্ষনীয় করে পর্যটনের অন্যতম কেন্দ্র করা যায় কিভাবে তারই ব্যবস্থা করবেন।