বনকাটি পঞ্চায়েতে ঘাস ফুল শিবিরে কাদা ছোঁড়াছুড়ি, ৯ সদস্যে বিরুদ্ধে এবার প্রধানের নালিশ
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৬অক্টোবরঃ
পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের বনকাটি পঞ্চায়েতের প্রধান পিন্টু বাগদি বিরুদ্ধে বৃহস্পতিবার ৯জন সদস্য অনাস্থা প্রস্তাব করে লিখিত অভিযোগ করেছেন কাঁকসা বিডিওর কাছে। তাদের অভিযোগ ছিল প্রধান পিন্টু বাগদি অসামাজিক কাজে লিপ্ত সাথে স্বজনপোষণ করছেন। তার জন্যই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।
অপরদিকে এই পেক্ষিতে শুক্রবার পিন্টু বাগদি কাঁকসা বিডিও কাছে লিখিত অভিযোগ করেন যে পঞ্চায়েতের ৯ জন সদস্য কোন মিটিং এ আসছেন না যার ফলে তিনি কোন কাজ করতে পারছেন না। তার বিরুদ্ধে আনা অভিযোগও যেন তদন্ত করে দেখা হয় যে কে প্রকৃত দোষী। তবে বনকাটি পঞ্চায়েতের সদস্যদের একে অপরের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে তাতে বিরোধী দলের মধ্যে বিধানসভার আগে রাজনৈতিক শক্তি পাচ্ছে। তবে শাসকদলের এই ধরনের ঘটনা আগামী দিনে কাঁকসা তৃণমূলের কাছে ভালো বার্তা নিয়ে আসবে না বলে মনে করছে এলাকার মানুষ।