“প্রদীপ নেভার আগে জ্বলে ওঠে-তেমনি অবস্থা তৃণমূলের” বারাবনি প্রসঙ্গে জিতেন তিওয়ারি
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১২ এপ্রিলঃ
বিজেপি শেষ হাসি হাসবে, পান্ডবেশ্বরের ঝাঁজড়া গ্রামে ঢুকে মন্তব্য বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। লাউদোহার ঝাঁজড়া গ্রামে এসে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির মন্তব্য, প্রদীপ নিভে যাওয়ার আগে যেভাবে জ্বলে ওঠে ঠিক সেরকম অবস্থা শাসকদলের। তৃণমূলের শেষ সময় শুরু হয়ে গেছে।
প্রসঙ্গতঃ বারাবনিতে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে ঘিরে ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অগ্নিমিত্রার নিরাপত্তারক্ষীদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা। প্রার্থী ও পুলিশের গাড়িতে তুমুল ইটবৃষ্টি হয় বলেও অভিযোগ। সেই প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারী বলেন শাসকদল বুঝতে পেরেছে এই ভোটে তাঁরা হেরে যাবে, তাই এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা আতংক সৃষ্টি করতে চাইছে। স্বচ্ছভাবে ভোট হলে এসবের দরকার পরে না। আমরা স্বচ্ছ ভোটে বিশ্বাসী। অনুব্রত মন্ডলের অনুপ্রেরণায় গোলাগুলি বোমাবাজি করে ভোটে আমরা বিশ্বাসী নই। এভাবে ভোটে তৃণমূল জিতিতে পারবে না।
পাশাপাশি রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন।