দুর্গাপুরে স্কুলের লকার ভেঙে লক্ষাধিক টাকা চুরি
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২০ ডিসেম্বরঃ
দুর্গাপুরের এম.এ.এম.সি টাউনশিপ মডার্ণ হাই স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। নিউটাউনশিপ থানার অন্তর্গত ওই স্কুলের আলমারি ভেঙ্গে প্রায় দু লক্ষ টাকা চুরি গেছে বলে স্কুল কর্তৃপক্ষের দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্কুলের প্রধান শিক্ষক তরুন ভট্টাচার্য জানান, ঘটনার দিন রাতে তিনি যখন বাড়িতে ছিলেন সেই সময় পুলিশের পক্ষ থেকে তাঁকে জানানো হয় যে স্কুলে চুরি হয়েছে। এরপর তিনি স্কুলে গিয়ে দেখেন আলমারির লকার ভাঙা আর নগদ টাকা উধাও।
পুলিশ ওই স্কুলের দুজন নিরাপত্তারক্ষীকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য।