আসানসোল কেন্দ্রে বাম প্রার্থী জাহানারা, বর্ধমান-দুর্গাপুরে জোট প্রার্থী?
আমার কথা, আসানসোল, ১৪ মার্চঃ
রাজ্যে ৪২টি আসনের মধ্যে ১৬টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। বৃহস্পতিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা প্রকাশ করেন। এদিনের প্রার্থী তালিকায় আসানসোল কেন্দ্রের জন্য নাম ঘোষণা করা হয়েছে জাহানারা খানের। তৃণমূল কংগ্রেস থেকে যেখানে এই কেন্দ্রে একজন বহিরাগতকে প্রার্থী করা হয়েছে, সেখানে তাঁর সাথে প্রতিদ্বন্দ্বতা করার জন্য জেলারই পরিচিত লড়াকু নেত্রীর উপর ভরসা রাখছে বামেরা। এই জেলায় দুটি বিধানসভা কেন্দ্রে পূর্বেই তিনি বিধায়ক হলেও লোকসভা নির্বাচনে এবার প্রথম তিনি ভোট যুদ্ধে নামছেন। বছর পঁয়তাল্লিশের এই বাম নেত্রী ২০১১ সালে প্রথমবার বিধানসভা নির্বাচনে জামুড়িয়ায় দাঁড়ান। ১৩ হাজার ৮৭৩ ভোটে হারান তৃণমূল প্রার্থী প্রভাত চ্যাটার্জীকে। দ্বিতীয়বার ২০১৬ সালে পুনরায় জামুড়িয়াতে দাঁড়ান আর সেভাবেও তিনি জয়ী হন তৃণমূল প্রার্থী ভি শিবদাসন দাশুকে ৭৭৫৭ ভোটে হারিয়ে। তৃণমূলের ভরা জমায় জামুড়িয়া কেন্দ্রটিকে বেশ দাপটের সাথে নিজের দখলে রাখেন এই লড়াকু নেত্রী। এদিকে ২০২১ সালে আসানসোল লোকসভা কেন্দ্রে বাম তাই দল এবারেও তাকিয়ে রয়েছে এই প্রার্থীর দিকে।
অন্যদিকে, বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রটি এই মুহুর্তে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বামেরা। সুত্রের খবর এই কেন্দ্রটিতে সম্ভবতঃ কংগ্রেস জোট প্রার্থীর জন্য ছেড়ে রাখছে বামেরা। তবে ২০২১ সালে এই কেন্দ্রটিতে সিপি(আই)এম প্রার্থী হয়েছিলেন আভাস রায়চৌধুরী। তাঁর প্রাপ্ত ভোট ছিল ১ লক্ষ ৬১ হাজার ১০৩ টি। আর আসানসোল কেন্দ্রে সিপি(আই)এম প্রার্থী হয়েছিলেন গৌরাঙ্গ চ্যাটার্জী। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৮৭ হাজার ৬০৮।